নিজস্ব প্রতিনিধি ভিপি পারভেজঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে আওয়ামী যুবলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে সোনারগাঁ থেকে বিভিন্ন পর্যায়ের যুবলীগের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।
এদিন রফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে এই মহান নেতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে।
এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ সহ সোনারগাঁয়ের বিভিন্ন পর্যায়ের যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply