কে এম রাজু জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মোগড়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ ২০১৯ সালের জুলাই মাসে শুরু হয়। জানা যায় এ ভবনটির নির্মাণ কাজ ৮০% শেষ হয়েছে এই চলতি মাসে। এই ৮০% কাজ করতে সময় লেগেছে প্রায় তিন বছর আর ইট, বালি, সিমেন্ট, রড অতি নিম্ন মানের এবং যেখানে সিমেন্টের চেয়ে বালির পরিমানই বেশি রয়েছে।
মোগড়াপাড়া ইউনিয়নের ভূমি অফিসার জালাল উদ্দিন উক্ত ভবনটির নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রীর ব্যবহারের সময় প্রতিবাদ করিলে ভবনটির ঠিকাদার তাহার কথায় কর্ণপাত করেনি, মনে হয় যেন ভবন নির্মাণ দেখার জন্য কোন কর্তৃপক্ষই নেই। উক্ত ভবনের ঠিকাদার নিজের ইচ্ছে মতো যখন আর যেভাবে খুশী কাজ করে যাচ্ছে। এই ভবনটির নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে তার কোন সময়সীমা নির্ধারণ নেই। অত্র অফিসের পাশে অবস্থানরত এলাকাবাসী জানায়, সরকারী কাজ তো এমনই হয়! উপজেলা ইঞ্জিনিয়ার কিছু টাকা খেয়ে কাজ অযোগ্যদের হাতে তুলে দেয়!
এদিকে পাশেই রয়েছে ৬০০ বছরের পুরনো একটি জরাজীর্ণ ভবন যেখানে এই ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম হয়। অফিসে কর্মরত অফিসার ও কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে এই পুরনো ভবনে প্রতিদিন কাজ করে যাচ্ছে। পুরনো ভবনটির ছাঁদ দৈনন্দিন ভেঙ্গে পরছে আর দরজা ভেঙ্গেছে অনেক আগেই।
এই সরকারী অফিসে সপ্তাহে পাঁচ দিন কার্যক্রম চলে আর বাকি দুইদিন সরকারী ছুটি। প্রতিদিন সন্ধ্যায় অফিসের পিছনে ও আশেপাশে বখাটে ছেলেদের আড্ডা নতুবা চলে নেশা জাত দ্রব্যের সেবন। রাতে নেই কোন পাহারাদার সাথে আবার দরজা ভাঙ্গা। অফিসে সরকারী ফাইল পত্র ছাড়াও রয়েছে অনেক প্রয়োজনীয় তথ্য। এমতাবস্থায় যদি কোন ক্ষতি সংগঠিত হয় তবে এর দায়ভার কে নিবে?
কর্তৃপক্ষের কাছে অত্র অফিসে কর্মরত লোকজন জানতে চায় এই নতুন ভবনটির কাজ কবে নাগাদ শেষ হবে?
Leave a Reply