আল-মাহমুদ সানি নিজস্ব প্রতিনিধি: সোনারগাঁ পৌরসভার বৈদ্যের বাজার ইউনিয়নে অবস্থিত সাহাপুর গ্রামের জনবহুল যোগাযোগ ব্যবস্থার একমাত্র ব্রীজ দীর্ঘদিন ধরে অবহেলিত ও ঝুঁকিপূর্ণ ভাবে পরে আছে। বিগত কয়েকদিন ধরে এই ঝুঁকিপূর্ণ ব্রীজে একাধিক দূর্ঘটনায় সাধারণ জনগণের হ্মতি হয়েছে বলে জানিয়েছেন এলাকার স্থানীয় জন সাধারণ।
এই ঝুঁকিপূর্ণ ব্রীজ আজ পরিদর্শন করেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব গাজী মুজিবুর রহমান। পরিদর্শনের সময় তিনি বলেন, সোনারগাঁ পৌরসভার বৈদ্যেরবাজার ইউনিয়নে অবস্থিত সাহাপুর গ্রামের ঝুঁকিপূর্ণ ও অবহেলিত ব্রীজ দীর্ঘদিন যাবত পরে আছে।
অতিদ্রুত এই জনবহুল যোগাযোগ ব্রীজটি নতুন করে নির্মাণ করার আহবান জানান তিনি। তিনি আরও বলেন যে, বর্তমান সরকারের উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে আসছেন। কিন্তু আমাদের এই প্রাচীন রাজধানীতে ঝুঁকিপূর্ণ ও অবহেলিত ব্রীজ পরে আছে। তাই তিনি সোনারগাঁ পৌরসভার মেয়র ও উপজেলা প্রশাসনকে বিশেষ আহবান জানান যে অতিদ্রুত এই ব্রীজটি নতুন করে নির্মাণ করার।
প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার আওয়ামিলীগের সভাপতি তৌয়ব আলী মেম্বার, মেঘনা থানার সাবেক চেয়ারম্যান হাবিবউল্লাহ, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সাধারণ সম্পাদক শাহিন আলম স্বাধীন, বৈদ্যেরবাজার ইউনিয়ন ০১ নং ওয়ার্ডের সদস্য মোঃ মাসুম মিয়া সহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply