ভিপি পারভেজ নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের ওমর আলী ভূঁইয়া স্কুল এন্ড কলেজ মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ওবায়দুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ সদস্য আব্দুল আল কায়সার হাসনাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, এখন আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগের সকল নেতা কর্মিরা এক হয়ে দলের জন্যে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূইয়া, জেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ডা, আবু জাফর চৌধুরী বিরু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান কালাম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার, আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এটি ফজলে রাব্বি,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদ ও আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজ রহমান মাসুম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাঈদ,জাহাঙ্গীর, নাসরিন সুলতানা ঝরা, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা হোসাইন, শিপন মেম্বারস,মামুন আহমেদ রাশেদ সাবেক ছাত্রলীগ নেতা সোনারগাঁ উপজেলা প্রমুখ।
Leave a Reply