কে এম রাজু জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে “ডক্টরস হেলথ কেয়ার লি:” স্বাস্থ্য সেবায় আপনজন এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার ১লা এপ্রিল ২০২২ ইং সকাল ১০ টায় হাবীবপুর মোল্লা প্লাজা থানা রোড মোগরাপাড়া চৌরাস্তায় একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিকস। সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা ২৫% ছাড়ে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে সু-চিকিৎসা প্রদান করার প্রত্যাশায় ডক্টরস হেলথ কেয়ার লি: স্বাস্থ্য সেবায় আপনজন এর শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব মােঃ লিয়াকত হােসেন খােকা, এম.পি মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ -০৩ প্রেসিডিয়াম অতিরিক্ত মহাসচিব, জাতীয় পার্টি।
বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযােদ্ধা জনাব এ্যাডভােকেট সামছুল ইসলাম ভূঁইয়া উপজেলা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ, মাহমুদা আক্তার ফেন্সী উপজেলা ভাইস চেয়ারম্যান, নাসরিন সুলতানা ঝরা পৌর মেয়র প্রার্থী, আবুল কাশেম মােলা, ড: মশিউর রহমান, সাংবাদিক মো: সিরাজসহ আরো অনেকে।
ডক্টরস হেলথ কেয়ার লি: স্বাস্থ্য সেবায় আপনজনের সেবা সমুহের মধ্যে রয়েছে দিবা-রাত্রি ২৪ ঘন্টা ইমার্জেন্সি সেবা, অত্যাধুনিক ৫০০ এম এ ডিজিটাল এক্স-রে,১২ চ্যানেল ই,সি,জি,4D কালার আল্ট্রাসনোগ্রাফি,2D এবং কালার ইকোকার্ডিওগ্রাফি। প্রযুক্তি সেরা অটোমেটিক মেশিনে প্যাথলজি, ইমিউনলজি, বায়োকেমিস্ট্রি ও হরমন টেস্ট, যুগোপযোগী চিকিৎসা সরঞ্জামে সমৃদ্ধ দুটি অপারেশন থিয়েটার, সম্পুর্ণ ডিজিটালাইজড ল্যাব ও হসপিটাল সার্ভিস, সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তার ও সুপ্রশিক্ষিত নার্স দ্বারা চিকিৎসা সেবা,অপারেশন পরবর্তী বিশেষ পরিচর্যায় পোষ্ট অপারেটিভ কেয়ার, কর্পোরেট হেলথ কার্ড সুবিধা, বিদেশগামী যাত্রীদের মেডিকেল চেক-আপ, নরমাল ডেলিভারির সুব্যবস্থা ও সকল প্রকার ভাক্সিনেশন সাপোর্ট, জরুরী অনকল প্যাথলজি সুবিধা, ২৪ ঘণ্টা মানসম্মত ফার্মেসি সার্ভিস, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন,ভিআইপি কেবিন, পুরুষ ও মহিলা ওয়ার্ড, সার্বক্ষণিক লিফট ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এবং ৩০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিকসে চিকিৎসার্থে রয়েছে বিশেষজ্ঞ ও এফ সিপিএস প্রফেসার। তাই আর নয় ঢাকা নারায়ণগঞ্জ। উন্নত চিকিৎসার জন্য আজই চলে আসুন ডক্টরস হেলথ কেয়ার লি: স্বাস্থ্য সেবায় আপনজনে।
Leave a Reply