ভিপি পারভেজ নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়নের সাত ভাইয়া পাড়া গ্রামে সামান্য তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই ভাইকে সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতঃ শহীদ মিয়ার স্ত্রী মোছাঃ সুফিয়া বেগম (৬০), অভিযোগ দায়ের করার পর থানাথেকে তদন্ত হয় বিষয়টি, কিন্তু তদন্তের পরেরদিন ফের বাদীদের উপর হামলা করে বিবাদীরা।
অভিযোগ থেকে জানাযায় গত বৃহস্পতিবার ৩১-০৩-২০২২ ইং ১২.৪০ ঘটিকার সময় বিবাদী ১। মোতালেব হোসেন মেম্বার (৫৫) ২। জসির মিয়া (৪২) উভয় পিতা মৃত কালাচাঁন ফকির,৩।মোঃ যুবায়ের (২২) পিতা কাউসার, ৪।মোঃ সাগর (২২) পিতা আবু কালাম,৫। ইরফান (২০) পিতা দেলোয়ার হোসেন দেলু,৬। মোঃ নিলয় (১৮) ৭। মোঃ রাহুল (১৯), ৮। সৌরভ(২৫) উভয় পিতা মোঃ জসিম নব মুসলিম, ৯। জিতু মিয়া ( ৩০) পিতা বিশ্বকরন, ১০।মোঃ জাহাঙ্গীর শিকদার (৩৮) পিতা মোঃ জামান মিয়া, সর্ব সাং সাত ভাইয়া পাড়া নতুন গ্রাম ইউপি বৈদ্যের বাজার থানা সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ। বিবাদীগন আমার প্রতিবেশি খায়রুল কে তিন নাম্বার বিবাদী এলোপাথাড়ি পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে উক্ত মার পিটের বিষয়ে আমার ছেলে আগাইয়া গিয়া দুই পক্ষকে ছুটাইয়া দেয় উক্ত ঘটনার জের ধরিয়া শাহআলমের দুকানের সামনে উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা পরষ্পর যোগসাজসে তাহাদের হাতে থাকা লোহার রড, ধারালো চাকু, ছোড়া, লাঠিসোটা ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়া বে আইনী জনতাবদ্ধে আমার বড় ছেলে মোঃ স্বপনকে পথরোধ করিয়া এলোপারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা বেদনা দায়ক জখম করে।৩ নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো ছোড়া দিয়ে কোপ মেরে আমার ছেলের থুতনিতে কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। বিবিদীরা আমার ছেলের কাছে থাকা ব্যবসার নগত ২৫০০০ টাকা নিয়া যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার ছেলেকে দ্রুত সোনারগাঁ উপজেলা হাসপাতালে নিয়া চিকিৎসা কারানো হয়। বিবাদীদের উক্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উভয় পক্ষকে নিয়া মিমাংসার কথা বলিয়া থাকে। বিবাদীরা স্থানীয় বিচার সালিশ না মানিয়া ০১-০৪-২০২২ তারিখ সন্ধ্যায় ৬.৩০ ঘটিকার সময় বৈদ্যের বাজার বটতলায় বাদলার চায়ের দোকানের সামনে উল্লেখিত বিবাদীরা সহ অজ্ঞাত নামা বিবাদীরা বে আইনী জনতাবদ্ধে দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে আমার বড় ছেলে মোঃ স্বপন (৪০)এবং ছোট ছেলে সাখাওয়াত হোসেন (২৫) এদের উপর অতর্কিতভাবে হামলা করিয়া তাদের দুই ভাইকে আঘাত করার ঘটনা ঘটায়। তাহাদের দুই ভাইয়ের কাছে থাকা ৮০০০০টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এদের মধ্যে স্বপন মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানান তার স্বজনরা । আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
এ ঘটনায় সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply