আল-মাহমুদ সানি বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপরদী নামক এলাকায় চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও অপরপাশে মেঘনা ইকোনমিক জোন অবস্থিত, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশে এই দুটি কর্মস্থলকে কেন্দ্র করে পৌরসভার কয়েক হাজার মানুষ জীবন জীবিকা নির্বাহ করে।
বিভিন্ন জেলার লোকজনের সমাগম চৈতী ও ইকোনমি জোনের আশেপাশের এলাকায় বিশেষ করে টিপরদী, গোয়ালদী, বসুরবাগ, তাজপুর, বাগনাজিরপুর, মল্লিকপাড়া এই এলাকাগুলো গার্মেন্টস ও ইকোনমি জোনের কাছাকাছি হওয়ায় হাজার হাজার কর্মকর্তা ও কর্মী বাড়ি ভাড়া নিয়ে থাকেন।
সম্প্রতি এই দুটি শিল্প কারখানার আশেপাশে ছিনতাই, চুরি ও মাদক ব্যবসা বেড়ে গেছে। দিনের বেলায়ই কিছু কিছু স্থানে গার্মেন্টস কর্মীদের পথ আটকে টাকা-পয়সা, মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, রাতের বেলা এটা আরো প্রকোপ আকার ধারণ করে। বিশেষ করে টিপরদী থেকে গোয়ালদী লালেরবাড়ি হয়ে ঝিটকিতলা দিয়ে বাংলাবাজার যাওয়ার রাস্তা নিরিবিলি থাকে এবং টিপরদী থেকে গোয়ালদী গণির মোড় দিয়ে যাদুঘর ২নং গেটের রাস্তায় ছিনতাইকারীরা বেশি আক্রমণ করে।
খবর নিয়ে জানা যায়, এই এলাকায় কিশোর গ্যাং এর মাধ্যমে এই অপরাধগুলো সংঘটিত হয় যারা বেশির ভাগই ভাড়াটিয়া এলাকায় যারা সারাদিনই কোনো না কেনো অপরাধের জন্ম দিয়ে যাচ্ছে এতে মদদ দিচ্ছে অদৃশ্য কোনো শক্তি যার ফলে আজ সুশীলসমাজের প্রতিনিধিগণ অসহায়ত্ব প্রকাশ করছে।
স্থানীয় জনগণের সাথে কথা বলে তাদের অসহায়ত্বের কথা জানা যায়, তারা বলেন বাড়ি ভাড়া বর্তমানে আমাদের আয়ের একটি বড় উৎস তারমধ্যে আমরা যদি ভাড়াটিয়াদের নিরাপত্তা দিতে না পারি তাহলে তো ভাড়াটিয়া থাকবে না।
এই বিষয়ে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর নাঈম আহম্মেদ রিপন জানান, ছিনতাইয়ের সাথে যারা জড়িত তারা বেশির ভাগ ভাসমান এবং ভাড়াটিয়া যার ফলে আমরা এদের চিহ্নিত করতে সমস্যার সম্মুখীন হই এবং এরা সুযোগ বুঝে ঘটনা ঘটিয়ে ছটকে পড়ে, সোনারগাঁও থানায় কয়েকবার এই বিষয়ে মৌখিক ভাবে বলেছি উনারা বলেছেন ব্যবস্থাগ্রহণ করবেন। সেই সাথে স্থানীয় সকলকে তাদের সন্তানের প্রতি খেয়াল রাখার অনুরোধ করেন।
এই বিষয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা শাহজালাল জানান, চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় আতংকের মধ্যে থাকছে সকলে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রশাসনের শক্ত অবস্থান কামনা করেছেন।
স্ব স্ব এলাকায় ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় তারা অচিরেই এই ছিনতাইয়ের ও চুরির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এবং টিপরদী থেকে গোয়ালদী ও পানাম যাদুঘরের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানান।
Leave a Reply