শফিকুল ইসলাম অপু সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিস হিসাবে তরমুজ কিনে কেজি হিসাবে বিক্রি করছে অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাতের অসাধু ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তরমুজের দাম।এমনি একজন ভুক্তভোগী দর্জি দোকানে কাজ করা ইব্রাহিম। সে জানায়, তরমুজ কিনতে দোকানে গিয়েছিলাম কিন্তু কেজিতে বিক্রি করায় আর কিনা হয়নি।তিনি বলেন আমার ইনকাম দৈনিক ৪০০/৫০০ টাকা কিন্তু কেজিতে তরমুজ আনতে গেলে আমাকে গুনতে হবে ৩০০/৪০০ টাকা।তাই আর তরমুজ কিনা হলো না।
কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে তারা পাইকার থেকে তরমুজ গুলো পিস হিসাবে কিনে আনেন।তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি পিস হিসাবে কিনেন তাহলে দোকানে ওজন মাপার যন্ত্র কেনো, উত্তরে তারা বলেন আমরা তরমুজ গুলো পিস এবং কেজি দুইভাবেই বিক্রি করি,যে যেভাবে নেয়। এমনি একজন দোকানী সোনারগাঁও মোগড়াপারা চৌরাস্তার ওভার ব্রিজের নিচে ফুতপাতে অবৈধ ভাবে দোকান তৈরি করে তরমুজ বিক্রি করছিল,পরে তাকে জিজ্ঞাসা করলাম তরমুজের দাম কত সে উত্তর দিলো কোনটা নিবেন নেন ৫০ টাকা কেজি।পরে আমি জানতে চাইলাম আপনারা পাইকার থেকে কিভাবে কিনেন সে বললে কেনো? আমি বললাম বলেন কি হিসাবে কিনেন সে বললো পিস হিসাবে তারপর আমি জিজ্ঞাসা করলাম তাহলে কেজি হিসাবে কেনো চাচ্ছেন উত্তর না দিয়ে সে সরাসরি আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ শুরু করে এবং বেধে রাখার হুমকি দেয়। এমতাবস্থায় একজন লোক তাকে থামাতে গেলে তাকেও সে এখান থেকে সরে যাওয়ার জন্য বলে এবং নাহলে খারাপ হবে বলে হুমকি দেয়।একজন সাংবাদিকের সাথে যদি এমন আচরণ করতে পারে তাহলে চৌরাস্তার অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাতের অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষকে কিভাবে তাদের বলির পাঠা বানায় তা চিন্তনীয় বিষয়
এই বিষয়ে আরোও কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলতে গেলে তারা বলেন, এখনে প্রশাসনের কোনো তদারকি না থাকায় তারা এভাবে মানুষকে জিম্মি করে দাম নিচ্ছে। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী মানুষ।
Leave a Reply