অহিদুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ ইচ্ছে থাকলেই যে মানুষের পাশে এসে দাঁড়ানো যায় তা প্রমাণ করে দিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দবাজার গ্রামের কিছু তরুন যুবকরা।
গত ৭ই এপ্রিল বৃহস্পতিবার সোনারগাঁ সমাজ কল্যান সেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে সমাজে অভাবী দিনমজুর, অসহায় ও না বলতে পারা মধ্যবিত্ত পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী পৌঁছে দেন হতদরিদ্রদের মাঝে, তরুন যুবকরা বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে তাদের পক্ষথেকে ইফতার সামগ্রী তুলে দেন অসহায় দুস্থদের মাঝে।
সংগঠনের সভাপতি টিপু সরকার জানান, এমন মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে আমি খুবই আনন্দিত, মানুষের জন্যে কিছু করতে পারলে যে আনন্দ, তা শুধুই শুনতে পেতাম কিন্তু আজ নিজে কিছু করতে পেরে তা অনুভব করছি। আসলেই অন্যের জন্য কিছু করার মাঝে রয়েছে এক অসাধারন আত্মতৃপ্তি।
সংগঠনের সাধারন সম্পাদক- সাইফুল ইসলাম নিহাল জানান, যারা সমাজে উচ্চবিত্যবান রয়েছেন, আপনাদের এক রাতের ডিনারের টাকাও যদি একটি সেচ্ছাসেবী সংগঠনে দান করেন তবে তাতে করে অনেকের মুখে হাসি ফোটানো সম্ভব, তাই তিনি বিত্তবানদের আহবান জানান তাদের পাশে এগিয়ে আসার জন্যে।
অপরদিকে তাদের এমন কর্মকান্ডে খুশি এলাকাবাসী। সকল বয়সের মানুষের কাছে যুবকদের এ মহৎ কাজ হয়েছে খুবই প্রশংসনীয়।
Leave a Reply