ফারজানা নিজস্ব প্রতিনিধিঃ অশ্বক্ষুরের ন্যায় দেখতে উপবৃত্তাকার এই কাঁকড়াটি হলো Horseshoe crab লিমুলাস। এটি “রাজকাঁকড়া” নামেও পরিচিত।স্বাভাবিকভাবে বেশির ভাগ প্রাণীর রক্তের রং লাল হলেও লিমুলাসের রক্তের রং নীল। আর এ নীল রঙয়ের রক্তে রয়েছে অসাধারণ ক্ষমতা। তাই এই কাঁকড়ার প্রতি লিটার রক্ত বিক্রি হয় ১১ লক্ষ টাকায়। আজ পর্যন্ত ভ্যাকসিন নিয়ে যত গবেষণা হয়েছে এবং যত ধরনের ভ্যাকসিন উৎপাদন করা হয়েছে প্রত্যেকটির জন্য প্রয়োজন হয়েছে এই কাঁকড়ার রক্ত। করোনা মহামারীকে নিয়ন্ত্রণ করতে যেসব ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে সেখানেও ব্যবহার করা হয়েছে রাজ কাঁকড়ার নীল রক্ত। ১৯৭০ সাল থেকেই বিজ্ঞানীরা রাজকাঁকড়ার রক্ত সংরক্ষণ করে আসছেন। ধারণা করা হয় আজ থেকে ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়ে এতদিন প্রায় অবিকৃত চেহারায় থেকে যাওয়ার জন্য এদের জীবন্ত জীবাশ্ম হিসেবে গণ্য করা হয়। ডাইনোসরের চেয়েও প্রায় ২০ কোটি বছর আগে পৃথিবীতে এসেছিলো এই লিমুলাস।
Leave a Reply