বিশেষ প্রতিনিধিঃ গত ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আবু তাহের হাসান রাশেদকে সভাপতি ও রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। পরবর্তীতে ২০১৭ সালে তাদেরকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বহাল রেখেই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেশ জেলা ছাত্রলীগ।
কিছুদিন সাংগঠনিক কার্যক্রম চলমান থাকলেও জেলা ছাত্রলীগের উদাসীনতা ও সোনারগাঁয়ের আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দদের মাঝে দলীয় কোন্দলের রেশ ধরে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। ফলে ধীরে ধীরে ঝিমিয়ে পড়তে শুধু করে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব। একে একে বিবাহিত জীবনে পদার্পণ করে শীর্ষ ২ পদের নেতা সহ প্রায় সমস্ত পদধারী নেতৃবৃন্দরা। তাই নতুন নেতৃত্ব সৃষ্টি এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য নতুন কমিটি গঠন সময়ের দাবীতে পরিণত হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হলে ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে ছাত্রলীগের একটি সক্রিয় কমিটি থাকা আবশ্যক বলে মনে করছেন আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দরা।
সম্প্রতি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. সামসুল ইসলাম ভূঁইয়াকে বেশ কয়েকটি অনুষ্ঠানে তার বক্তব্যে বলতে শোনা গেছে যে, দ্রুত সময়ের মধ্যে নতুন নেতৃত্ব তৈরীর লক্ষ্যে আওয়ামী পরিবারের সন্তান, জনপ্রিয়, দক্ষ, ভদ্র এবং গ্রহণযোগ্য নেতা-কর্মীদের মূল্যায়ন করে যেন ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান দেয়া হয়।
এদিকে ছাত্রলীগের একটি অংশের নেতা-কর্মীদের থেকে শোনা যাচ্ছে যে, অতি অল্প সময়ের মধ্যেই সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি দেয়া হবে। ইতিমধ্যেই সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের শীর্ষ ২ পদ আসতেই দৌঁড়ঝাপ শুরু করেছেন আগ্রহী নেতৃবৃন্দরা।
শীর্ষ ২ পদের মধ্যে সভাপতি পদে আলোচনায় রয়েছেন সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানসহ প্রায় আরো নেতা-কর্মী এবং তার পাশাপাশি সাধারণ সম্পাদক পদেও আলোচনায় রয়েছেন কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোমিনুল হক জুয়েলসহ প্রায় অর্ধডজন নেতা-কর্মী।
Leave a Reply