ভিপি পারভেজ সোনারগাঁ প্রতিনিধি (নারায়ণগঞ্জ)-নারায়ণগঞ্জ জেলার সােনারগাঁয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযােদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ১৬ এপ্রিল বিকেল ৫ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধো কমান্ড ও মুক্তিযােদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি সহ উপস্থিত মুক্তিযােদ্ধাদের প্রতি গুরুত্ব রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ ও মুক্তিযােদ্ধাদের রুহের মাগফেরাত, বীর মুক্তিযােদ্ধা ও দেশবাসীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযােদ্ধা কমান্ডার সােহেল রানার সঞ্চালনায় আল আমিন তুষারের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন সােনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, সোনারগাঁ উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা, সোনারগাঁ উপজেলা আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, সােনারগাঁ স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবরিনা হক, সহকারী কমিশনার (ভুমি) গােলাম মুস্তাফা মুন্না, সােনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, আঃলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এটি ফজলে রাব্বি প্রমুখ।
Leave a Reply