কে এম রাজুঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানালেন যুগ্ন সাধারণ সম্পাদক সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ মাহফুজ আহমেদ মিঠু।
তিনি বলেন ছোট-বড় ধনী-গরীব সকল ভেদাভেদ ভুলে আমি যেন মানবের তরে আজীবন কাজ করে যেতে পারি। এই মাস যেমন আমাদেরকে সংযম করতে শিখায় ও ঈদ যেমন করে সকলকে এক মিলন মেলায় আবদ্ধ করে আমরা যেন ঠিক তেমনই সারাজীবন সকল বৈষম্য ভুলে ভালোবাসার বন্ধনে এক হয়ে যাই। আমরা যেন বাকি রোজা গুলো রাখতে ও গুনাহ মাফ করাতে পারি এবং সকলের মনের নেক ইচ্ছে গুলো যেন আল্লাহপাক কবুল করেন তার জন্য সকলেই দোয়া/ইস্তেগফার করি। সেই সাথে আমিও সকলের নিকট দোয়া প্রার্থী।
রমজানের রোজা শেখায় সংযম শিক্ষা
পবিত্র ঈদ দেয় মোদের মিলনের দীক্ষা
চিরদিন থাকে যেনো একে অপরের মিল
বিরোধের দরজাতে পরে যাক চিরতরে খিল
এমন ঈদের দিন হয় যেনো প্রতিদিন
হৃদয়ের ভালোবাসা হোক উম্মুক্ত আর স্বাধীন
আল্লাহ তালার রহমতে খুলে গেছে সব বাঁধ
আসমান থেকে হাসছে ঈদুল ফিতরের চাঁদ
ঘরে ঘরে পৌঁছে গেছে ঈদের শুভেচ্ছা বার্তা
সবার মনে দেখা দিয়েছে ঈদ আনন্দের সত্তা
** ঈদ মোবারক**
Leave a Reply