নিখোঁজ বিজ্ঞপ্তিঃ
নাম : মো: নজরুল ইসলাম
গ্রাম: হাড়িয়া চৌধুরীপাড়া, ইউপি: বৈদ্যের বাজার
থানা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ
গত ৩০/০৪/২০২২ ইং তারিখ সকাল ৫.৩০ ঘটিকায় তিনি প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে এখন অবধি বাসায় ফেরত আসেননি। তিনি মোটর সাইকেল রাইড শেয়ারিং এর সাথে জড়িত আছেন। ওনার মোটরসাইকেল ডিসকভার ১২৫ সিসি এবং গাড়ীর রেজি নং – ঢাকা মেট্রো-হ-৬৮-৪১০৩।
সোনারগাঁ থানায় একটি সাধারন ডায়েরী করা হয়।
যদি কোন সহৃদয়বান ব্যাক্তি ওনার সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে নিম্নে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করুন –
01626 399715
01924 361044
Leave a Reply