পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে বিগত বছরের মতো এ বছরও নিন্ম ও স্বল্প আয়ের একশতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “জি আর ব্যাচ-২০০৫” নামক একটি সামাজিক ও সেবামূলক সংগঠন।
গত ১ই মে রবিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে গত বারের ন্যায় উপজেলা অডিটোরিয়ামের সামনে সোনারগাঁ পৌরসভাধীন এক শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলাপ করে জানা যায়, মূলত ২০০৫ ব্যাচ সংগঠনটি অলাভজনক ও সেবামূলক সংগঠন। নিজস্ব অর্থায়নের মাধ্যমে এই সংগঠনটি পরিচালিত হয়ে থাকে। তারা প্রতি বছরই ঈদের আগে এই রকম ভাবে ঈদ সামগ্রী বিতরণ করেন। এছাড়া সমাজে অসহায়, গরীব ও এতিম মানুষদের সাহায্যার্থে যতটুকু সম্ভব পাশে দাঁড়ান। এমনকি স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া গরীব ছাত্রছাত্রীদের পাশে ২০০৫ ব্যাচ আর্থিক সহযোগিতা করে যাচ্ছে। সমাজে নানানরকম উন্নয়ন মূলক কাজের সাথেও জড়িত আছে। বৃক্ষ রোপণ, ফ্রি চিকিৎসা, বিনামূল্যে ঔষধ বিতরণ সহ নানাবিধ কাজের সাথে জড়িত রয়েছে এই “জি আর ২০০৫” নামক সংগঠনটি। গত বছর করোনা মহামারীর সময়ও ৮১ টি পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে ঈদ সামগ্রী, ঔষধ ও মাক্স বিতরণ করা হয়।
এবার ঈদ সামগ্রী উপহারের মধ্যে ছিলো, সেমাই (দুই ধরনের), চিনি, তেল, দুধের প্যাকেট, ঘি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।
ঈদ সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, সংগঠনের তিনবারের সফল সভাপতি আল মাহমুদ সানি, সাধারণ সম্পাদক সালমান সিফাত, কোষাধ্যক্ষ শাহীন কবির, কাওসারুল মামুন রাজু, নজরুল ইসলাম, মাজহারুল, ফয়সাল, শফিকুল ইসলাম অপু, রিনা, সাদেক, মোস্তাক, রবিন, আল-আমিন, রিপন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের সভাপতি সানি বলেন, অসহায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষের পাশে আমরা যেমন দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি তেমনি যদি সমাজের বিত্তবানরাও দাঁড়ান আশা রাখি অসহায় গরীব মানুষগুলোর মুখে একটু হাসি ফুটবে ইনশাআল্লাহ।
Leave a Reply