নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি-চিনিষ গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মারামারি। এসময় অজ্ঞাত কয়েকজন অপরাধী পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, মোঃ সানি এলাকায় ওয়াইফাই ব্যবসা করে ও স্নিগ্ধ মোগরাপাড়া চৌরাস্তা ইশাখাঁপ্লাজায় মোবাইল সার্ভিসিং এর দোকান রয়েছে। বিবাদীগনদের সাথে তাদের দু’জনের পূর্ব থেকেই বিরোধ সহ মনমালিন্য চলছিলো। এরই মাঝে স্নিগ্ধ তার মোবাইল ফোন থেকে ফেসবুকে একটি ছবি পোস্ট করে। উক্ত মোবাইল ফোনের ছবি পোস্ট দেয়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে ১৭/০৫/২০২২ তারিখ দুপুরে আনুমানিক ১ঃ৩০ সময় বাড়ীচিনিশ গ্রামের রশিদ মেম্বারের বাড়ীর সামনের রাস্তায় বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা হাতে থাকা ধারালো রামদা, চাপাতি, ছেনা, চাকু, এসএস পাইপ, শাবল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বেআইনী জনতা বদ্ধে পথরোধ করে সানি ও স্নিগ্ধ দ্বয়কে এলোপাতাড়ি ভাবে আঘাত করে। সেই সাথে দুই হাত-পায়ে, পিঠে, মাথায় ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্হানে নীলা ফুলা জখম করে। এছাড়া হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপ মারে এতে স্নিগ্ধ এর বাম ও ডান পায়ের রগ কেটে রক্তাক্ত জখম হয় ও ধারালো চাকু এবং ছুরি দিয়ে স্নিগ্ধ এর নাক কাটে সাথে ঠোঁটের নিচের পাটি কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। আবার সানিকেও হত্যার উদ্দেশ্যে ছেনা দিয়া কোপ মারে। এতে তার বাম চোখের ভ্রুর উপরে কেটে রক্তাক্ত জখম হয়। অন্যান্যরা বিভিন্ন অস্রহাতে দু’জনকেই পায়ে ও মাথায় থেঁতলানো বেদনা দায়ক ফুলা জখম করে। সানি ও স্নিগ্ধ এর সাথে থাকা মোট ২৮০০০ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন যার মূল্য ৪৬০০০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। চিৎকার চেঁচামিচি শুনে এলাকাবাসী এগিয়ে এলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের সহযোগিতায় দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করানোর পর তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সোনারগাঁ থানার ইনর্চাজ মোঃ হাফিজুর রহমান বলেন, এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply