শফিকুল ইসলাম অপুঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মোগরাপাড়া চৌরাস্তার স্বপ্নদীপ মার্কেটের সামনে আনুমানিক ৭ঃ২৫ সন্ধ্যায় মশিউর রহমান শামীম নামের এক সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন। তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক দৈনিক ভোরের পাতার সোনারগাঁ প্রতিনিধি, অধিকার প্রতিদিন ও দেশ বার্তা ৭১ এর সম্পাদক এবং পেশায় তিনি সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের শিক্ষক।
এসময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সাংবাদিককে দেখতে গেলে তার ছোট ভাই মোঃ মাহবুব জানান, এ ব্যাপারে তিনি নিজে বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, মশিউর রহমান শামীম স্কুলের একটি অনুষ্ঠানের কাজে ছাত্র-ছাত্রীদের নিয়ে ২৪/০৫/২০২২ সকালে নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে যায়। অনুষ্ঠান শেষে ফেরার সময় সঙ্গে থাকা ছাত্রছাত্রীদের নিয়ে মোগরাপাড়া চৌরাস্তার স্বপ্নদীপ মার্কেটের সামনে এলে আনুমানিক সন্ধ্যা ৭ঃ২৫ মিনিটের বিবাদী(১) অন্তু, (২) অতু পিতাঃ মৃত রিটু, সাং হাবিবপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত আরো ৪/৫ জন মিলে তাদের পথরোধ করে ছাত্রীদেরকে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গী সহ ইভটিজিং করতে থাকে। তখন মশিউর রহমান মৌখিক ভাবে তাদেরকে বাঁধা দেয়ার চেষ্টা করলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এমন সময় অন্তু ও অতু ঘটনাস্থলে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে রক্তাক্ত ফাটা জখম করে। মশিউর কে বাঁচাতে ছাত্রছাত্রীরা এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। পরে বিবাদীরা মশিউর রহমান কে টেনে হিছড়ে একটি অজ্ঞাত নামা সিএনজি তে করে জোর পূর্বক অপহরণ করার চেষ্টা করে। তখন আশেপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে মশিউরের সাথে থাকা নগদ ১৫হাজার টাকা ও একটি মোবাইল ফোন যার মূল্য ২৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় আর সেই সাথে সুযোগ মত পেলে খুন জখমের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
উপস্থিত লোকজন মশিউর রহমান সহ আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার বিষয়ে জেনে শুনে এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে, সাংবাদিক মশিউর রহমানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁ প্রেসক্লাব ও সোনারগাঁ ইশাখাঁ প্রেসক্লাবের সদস্য এবং নেতৃবৃন্দ।
Leave a Reply