নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিমের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেন। নেতৃবৃন্দ সোনারগাঁ ঈশা খাঁ প্রেস ক্লাব গঠন ও প্রথম সাংগঠনিক কমিটি প্রকাশ বিষয়ক মতবিনিময় করেন।
এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, অর্থ সম্পাদক মোঃ অহিদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সততার সাথে সাংবাদিকতা করতে হবে। দেশের ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস গণমাধ্যমে তুলে ধরতে হবে। বাংলাদেশের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনাও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করে পেশার মানোন্নয়নে কাজ করতে হবে।
Leave a Reply