নারায়ণগঞ্জ জেলার নব নির্বাচিত সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক কার্যক্রমকে সামনে রেখে সভায় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির সভা ২৮ মে কলাপাতা রেস্টুরেন্টের তৃতীয় তলায় সংগঠনের সভাপতি গোলাপ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি বলেন, মানবাধিকার কর্মী এবং সংবাদ কর্মী একে অপরের পরিপূরক। সমাজের বিদ্যমান অসঙ্গতি তুলে ধরে সাংবাদিক এবং প্রতিকারে এগিয়ে আসে মানবাধিকার কর্মীরা।
এতে প্রধান অতিথি ছিলেন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, বিশেষ অতিথি ছিলেন মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান, টপটেন নিউজের সাংবাদিক বদরুজ্জামান বদু।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামীম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখনে সিনিয়র সহ-সভাপতি পাভেল, সহ-সভাপতি কে এম রাজু, সহ-সভাপতি মাসুদ সহ সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সংগঠনের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন, মানবাধিকার হচ্ছে মানুষের জন্মগত অধিকার। একজন মানুষ জন্মগ্রহণ করার পর যেসব অধিকার ভোগ করবে তাই মানবাধিকার। মানবাধিকার সংবিধান দ্বারা সংরক্ষিত। আইনের চোখে সবাই সমান। যেকোন ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। কিন্তু আমরা এসব কথা মুখে বলি, কেউ মানি না। আপনার অধিকার বাস্তবায়নে আমরা আছি আপনার পাশে।
Leave a Reply