কে এম রাজু জেলা প্রতিনিধিঃ মোগরাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কালিগঞ্জ এলাকায় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা নৌকা প্রতীক পুঁড়িয়ে দিয়েছে। যা বর্তমানে সোনারগাঁ এবং আশপাশের এলাকায় টক অব দ্যা সাবজেক্টে পরিণত হয়েছে।
এ ঘটনায় বিভিন্নজনের মন্তব্যও ভিন্ন। কেউ দুষছেন নোংরা রাজনৈতিক পরিবেশকে, কেউবা আবার হীন মানসিকতাকে। তবে যে যাই বলুক, এটা যে স্বাধীনতা এবং প্রকৃত নৌকা বিরোধীদের কাজ এতে প্রায় সকলেই একমত। সারাদিন বিভিন্নজনের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।
এদিকে, নৌকা পোড়ানোর ঘটনাকে হীনমান্যতার সর্ব নিন্মস্তরের আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়ে তদন্ত পরবর্তী কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন আনারস প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী ও গত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। মঙ্গলবার ( ৭ জুন ) রাতে এ ঘটনা এবং রটনা বিষয়ে আরিফ মাসুদ বাবু বলেন, নৌকা বাঙ্গালীর স্বাধীনতার প্রতীক। আমাদের অস্তিত্বের প্রতিক। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকাটাই স্বাভাবিক। তবে, নোংরামি অবশ্যই কোন বিবেকবান, সচেতন মানুষ পছন্দ করেনা এবং করবেও না। যারাই এ ঘটনার সাথে সম্পৃক্ত তারা দেশ, স্বাধীনতা ও মোগরাপাড়ার শান্তিপ্রিয় মানুষের শত্রু।
আরিফ সাসুদ বাবু আরও বলেন, আসন্ন নির্বাচনে সকল মেম্বার প্রার্থীরাই উৎসব ও উদ্দিপনায় আনন্দমুখর পরিবেশে কোন বাঁধা ছাড়াই নির্বাচনী প্রচার করছেন। কারো সাথে কারো কোন ঝগড়া বিবাদ দূরের কথা, কোন কথা কাটাকাটিও হয়নি। আমাদের চেয়ারম্যান প্রার্থীদের কারো সাথেও প্রতীক পোড়ানোর মতো কোন ঘটনা ঘটেনি। তাহলে এটা নিঃসন্দেহে বলা যায়, যারা শান্তিপ্রিয় মোগরাপাড়া ও সোনারগাঁ বাসীকে অশান্তিতে রাখতে চায় ও দেখতে চায় এবং মোগরাপাড়াবাসীর যারা ভালো চাননা সে সকল দুষ্কৃতিকারীরাই নৌকা পোড়ানোর মতো ন্যাক্কার জনক ঘটনা ঘটাতে পারে।
সংশ্লিষ্ট প্রশাসনের সাথে জড়িতদের দৃষ্টি আকর্ষন করে বাবু বলেন, এ ঘটনার সাথে যে-ই জড়িত থাকুক, তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমুলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ও সেই সাথে বলেন, মোগরাপাড়া সোনারগাঁ দলমত নির্বিশেষে সোনারগাঁ বাসীর সেবা করতে চাই।
Leave a Reply