কে এম রাজুঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক দোকানের কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় সোনারগাঁ থানা কমপ্লেক্স থেকে কয়েক শ মিটার দূরে সোনারগাঁ থানা রোডের আয়েশা আমজাদ ক্লিনিকের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী শাহ আলম নামের এক ব্যক্তিকে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
নিহত ব্যক্তির নাম শরীফুল ইসলাম (৩৬)। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি ফার্নিচারের দোকানের কর্মচারী ছিলেন। গ্রেপ্তার শাহ আলম সোনারগাঁ পৌরসভার অনন্তমুছা গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আজ শুক্রবার সকালে নিহত ব্যক্তির ভাই আনিসুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
Leave a Reply