আশ্রাফ হোসেন হৃদয় মিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ইব্রাহিম হোসেনের উপর আরোপিত অব্যাহতি আদেশ প্রত্যাহার করে তার নিজ পদে পুনর্বহাল করা হয়। ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১১ জুন) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পুনর্বহাল আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে মোঃ ইব্রাহিম হোসেন(সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ,ঢাকা মহানগর উত্তর)এর উপর আরোপিত অব্যাহতি আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্ববহাল কর হলো।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন। গত ১৪ নভেম্বর তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেয় তার সমর্থকরা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে এসএসসি পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়।
এই জন্য তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল।
Leave a Reply