আশ্রাফ হোসেন হৃদয়ঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুইজন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি বঙ্গবন্ধু কলেজের (পল্লবী) সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৩ জুন) দুপুরে ১২ টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।
সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
মানববন্ধনে বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জিহাদ আব্দুল্লাহ বলেন,
90% শতাংশ মুসলমানের এই দেশের সংসদে অন্যান্য বিষয় নিয়ে কথা তুললেও কথা এই বিষয়ে কোন কথা তুলেন নি।
রাষ্ট্র চুপ থাকতে পারে কিন্তু আমরা চুপ থাকতে পারিনা আমরা নবীন আমরা যুবক আমরা এ আন্দোলন বিক্ষোভ-সমাবেশ গড়ে তুলব অবিলম্বে এর বিরুদ্ধে অবস্থান নিব।
তারা আরো বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
বিশ্বব্যাপী মুসলমানদের প্রতিবাদী কার্যক্রম আসলে মহানবী (সা.) এর প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের সর্বস্তরের মানুষকে বিশ্ব নবীর সম্মানে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
Leave a Reply