নিজস্ব প্রতিনিধিঃ হাসনাত পরিবারকে সোনারগাঁবাসী কিছুই দিতে পারে নাই বলে আবেগঘন কমেন্ট স্ট্যাটাস করেছেন ওয়ান এলিভেন সৈনিক মোঃ হিমেল।
৮ ম ধাপে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা ও গনসংযোগ আর এরই রেষ ধরে সোস্যাল মিডিয়াতেও রয়েছে একেক জনের ভিন্ন ভিন্ন মতামত ও মন্তব্য। হিমেল নিজেকে মরহুম আবুল হাসনাত সাহেবের একনিষ্ঠ কর্মী ও ওয়ান এলিভেনের সৈনিক বলে দাবি করেন।
১৩ জুন গণমাধ্যমে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অংশ গ্রহণকারী পরিবার হলো হাসনাত পরিবার। এই পরিবারের অবদান সোনারগাঁবাসী কখন দিতে পারবে বলে মনে হয় না! সোনারগাঁয়ে আওয়ামীলীগ পরিবার মানেই হাসনাত পরিবার এটা সকলেই জানেন এবং মানেন।
তিনি আরো বলেন, আজ তারা দলীয় প্রতীক থেকে বঞ্চিত হয়েছে তাতে কি আসে যায়! আজ মানুষের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা এসেছে, দলীয় মনোনয়ন না পেলেও সোনারগাঁবাসী আনারস মানেই আওয়ামীলীগ পরিবার মনে করে জনগন ভোট দিবে বলেও মন্তব্য করেন। জনগন অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন আর যারা আওয়ামীলীগ বলে লাফালাফি করছেন আপনারা ধান্দাবাজ ছাড়া আর কিছুনা। সাবেক এই ওয়ান এলিভেন (২০০০-২০১১) বন্ধুমহলের আওয়ামীলীগ সৈনিক হিমেল আহমেদ আগামী ১৫ জুন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply