কে এম রাজু জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু হ্যাট্রিক জয়ে আবারো চেয়ারম্যান নির্বাচিত হলেন। ১৫ই জুন অনুষ্ঠিত নির্বাচনে, নৌকার প্রার্থী হাজী শাহ্ মোহাম্মদ সোহাগ রনিকে ১১৩২ ভোটে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আরিফ মাসুদ বাবু চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে ফলাফলে নৌকা প্রতীক নিয়ে হাজী শাহ্ মোহাম্মদ সোহাগ রনি পেয়েছেন ৭২৬৭ ভোট আর স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আরিফ মাসুদ বাবু পেয়েছেন ৮৩৯৯ ভোট।
আজ বুধবার ১৫ই জুন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
৯টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে ইউনিয়নের ২৪২৩৪ জন ভোটার ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট উৎসবে অংশ নেন। ভোটাররা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসেন। বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সারাদিন ভোট গ্রহন ছিল খুবই শান্তিপূর্ন ও নিরপেক্ষ। কোন ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি তবে ইভিএমে ভোট গ্রহন ধীরগতির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এব্যাপারে সরজমিনে ভোট গ্রহণ সংশ্লিষ্টদের সাথে কথা বললে, তারা ভোট গ্রহনে ধীরগতির জন্য ভোটারদের অসচেতনতাকে দায়ী করেন।
Leave a Reply