আল মাহমুদ সানি নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০১ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ আভিযানিক দল। এ সময় মাদক গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার(১৯ জুলাই) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০১ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বন্যাকান্দি সিরাজচর বাজার এলাকার মৃত মোসলেম এর ছেলে মো. তাজুল ইসলাম (২৪) ও বরিশাল জেলার উজিরপুর থানার বোড়াকোঠা এলাকার মো. আবুল কাশেম এর ছেলে মো. ইমরান (২৪)।
এ সময় মাদক গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল, গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ সহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply